প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০ ১৪:৪৪

নন্দীগ্রামে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নন্দীগ্রামে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রামে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বগুড়া জেলা পুলিশের আয়োজনে সকাল ১০ টায় নন্দীগ্রাম উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে থানার অফিসার ইনচার্জ শওকত কবিরের সভাপতিত্বে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, নন্দীগ্রাম পৌরসভার প্যানেল মেয়র আনিছুর রহমান, নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি একেএম ফজলুল হক কাশেম, নন্দীগ্রাম প্রেস কাবের সভাপতি নাজমুল হুদা, উপজেলা প্রেস কাবের সভাপতি ফজলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ ও কলেজ ছাত্রী উম্মে হাবিবা প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন থানার এসআই আব্দুর রহিম।

 

উপরে