প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০ ১৪:৫৪

নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী পুলিশি সমাবেশ

কুড়িগ্রামঃ
নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী পুলিশি সমাবেশ
বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজির আহমেদ বিপিএম(বার) এর নির্দেশনায় সারাদেশের ন্যায় কুড়িগ্রাম জেলার ৭৮টি বিটে সামাজিক দুরুত্ব ও স্বাস্হ্যবিধি মেনে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার জেলার প্রত্যেক থানার প্রতিটি ইউনিয়নে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নে ধর্ষন ও নারী বিরোধী বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম। সমাবেশে পুলিশ সুপার জানান, জনগণের ঘরে ঘরে পুলিশী সেবা পৌছে দিতে শুরু করেছে বিট পুলিশিং কার্যক্রম।ধর্ষন ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে।
 
মেয়েরা কোথায়ও হয়রানীর শিকার হলে, বিট অফিসারদের সাথে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাকে (পুলিশ সুপার) কে ফোন করবেন।এছাড়াও পুলিশি সেবা পেতে ৯৯৯ এ ফোন করার আহব্বান জানান তিনি। এছাড়াও সমাবেশে উপস্হিত ছিলেন, মজদিদের ইমাম,জনপ্রতিনিধি,শিক্ষক,এনজিও কর্মী,শিক্ষার্থীসহ আরও অনেকেই।
উপরে