প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০ ১৭:০৭

দুপচাঁচিয়ায় নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
দুপচাঁচিয়ায় নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া জেলা পুলিশের আয়োজনে ও দুপচাঁচিয়া থানার ব্যবস্থাপনায় নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ গতকাল ১৭অক্টোবর শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। দুপচাঁচিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে থানার অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে ও এসআই আব্দুস সালামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার(আদমদীঘি সার্কেল) কেএইচএম এরশাদ, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব, দুপচাঁচিয়া পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, সহসভাপতি আমিনুর রহমান, জেলা পরিষদ সদস্য আবু সাঈদ ফকির, উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, দুপচাঁচিয়া পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, কমিউনিটি পুলিশিং শ্রমিক সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী, উপজেলা প্রেসকাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সিনিয়র সাংবাদিক এম, সরওয়ার খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, নারী শিক্ষার্থী সাহিমা তাবাসসুম, ফায়েজা রহমান আরবী, প্রমা চৌধুরী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, বিশিষ্ট ব্যবসায়ী দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, শ্রমিক নেতা পৌর কাউন্সিলর মহিদুল ইসলাম, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক এমদাদুল হক, প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাছেদ, সাবেক ব্যাংকার আজিজুল হক প্রমুখ।

উপরে