নন্দীগ্রাম বাসষ্ট্যান্ডে ১কি. মি. ড্রেন নির্মাণ নিয়ে উত্তেজনা
বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম স্থানীয় বাসষ্ট্যান্ডে পাশ্বে ১কিলোমিটার ড্রেন নির্মাণ নিয়ে স্থানীয় জনতা, কৃষক ও দোকানীদের মধ্য চাপা উত্তেজনা বিরাজ করছে।
সোমবার বিকেলে ড্রেন নির্মান করতে গেলে জনগন ড্রেনের গভীরতা নিয়ে প্রশ্ন তুলে জনগন উত্তেজিত হয়ে পড়ে তখন উত্তেজিত জনতার তোপের মুখে আপাতত ড্রেন নির্মাণ বন্ধ রয়েছে।
স্থানীয় জনগন জানান, বগুড়া-নাটোর মহাসড়কের স্থানীয় বাসষ্ট্যান্ডের পূর্ব পার্শ্বে পানি নিস্কাসনের জন্য ড্রেন নির্মান কাজ শুরু করে কর্তৃপক্ষ । কিন্তু কর্তৃপক্ষ যে গভীরতা করে ড্রেন নির্মাণ করছে তাতে করে পানি নিস্কাসন অসম্ভব।
অনেক কৃষক অভিযোগ করে জানান, বর্ষা মৌসুমে পানি নিস্কাসন না হওয়ায় শত শত বিঘা জমির ধান পানিতে নিমজ্জিত থাকে। নতুন ড্রেন নির্মাণ কাজ শুরু করলেও গভীরতা এতো কম হচ্ছে যে পানি নিস্কাসন সম্ভব নয়। সরকার এতো টাকা খরচ করে ড্রেন নির্মাণ করলেও গভীরতা কম হওয়ায় এই ড্রেন কোন কাজে আসবে না। এদিকে খবর পেয়ে মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে দ্বায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার শিমুল শাহ জানান, ড্রেন নির্মাণ প্রকল্পে ৩ ফুট গভীরতা ও ৩ ফুট ৪ ইঞ্চি প্রশস্থ করার বরাদ্দ রয়েছে।
মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল বলেন, স্থানীয় জনগনের দাবী তারা যে ড্রেন নির্মাণ করছে তাতে ঐ ড্রেনে পানি নিস্কাসন হবে না। ফলে ঐ ড্রেন কোন কাজেই আসবে না। এ নিয়ে স্থানীয় জনতার মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :