নন্দীগ্রাম শহরে চুরি ঠেকাতে পুলিশের অঘোষিত লকডাউন
বগুড়ার নন্দীগ্রামে গ্রামীন ফোনের ডিষ্ট্রিবিউশন হাউজে চুরি কেন্দ্রিক ঘটনার পর থেকে পৌর শহরে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত থানা পুলিশের অঘোষিত লকডাউন চলছে। রাতে খাবারের হোটেল সহ সবধরণের দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। হোটেল বন্ধ থাকায় বগুড়া-নাটোর মহাসড়কে চলাচলরত ট্রাক চালকরা পড়েছেন বিপাকে। মিলছে না খাবার। এছাড়া রাতের বেলায় শহরে ভ্যান-রিকশা ও সিএনজি দেখলেই ধাওয়া করছে পুলিশ।
দেশের বিভিন্ন জেলা থেকে বাড়ি ফেরা মানুষগুলো রাতে যানবাহন না পেয়ে পায়ে হেঁটেই গন্তব্যে ফিরছেন। পথচারিদের চলাফেরার ওপরেও পুলিশের ব্যাপক কঠোরতা লক্ষ্য করা গেছে। রাতে ঘর থেকে বের হয়ে শহরে এলেই পুলিশের প্রশ্নের সম্মুখিন হতে হচ্ছে।
শুক্রবার দুপুরে শহরের দোকানিরা জানান, গত ৯ দিন ধরে পুলিশের কঠোরতা চলছে। রাত সাড়ে ১১টা থেকে দোকানপাট বন্ধ রাখতে বলেছে পুলিশ। রাত ১২টার পর খাবারের হোটেল ও দোকানপাট খোলা থাকলে পুলিশ এসে বন্ধ করে দিচ্ছে। শহর এলাকায় রাতের বেলায় ভ্যান-রিকশা ও সিএনজি চলাচল বন্ধ করে দিয়েছে। রাতে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার জন্য পাওয়া যাচ্ছেনা যানবাহন। তবে স্থানীয় কিনিকগুলো খোলা রয়েছে।
জানা গেছে, গত ২০ অক্টোবর ভোররাতে নন্দীগ্রাম পৌর শহরের বাসষ্ট্যান্ড এলাকায় গ্রামীন ফোনের ডিষ্ট্রিবিউশন হাউজে চুরির ঘটনা ঘটে। সিসি ক্যামরার ভিডিও ফুটেজে একজনকে দেখা গেলেও তাকে শনাক্ত করা যায়নি। গ্রামীন ফোনের ডিষ্ট্রিবিউশন হাউজের কারীব টেলিকমের মালিক মাসুদুর রহমান বলেন, দূর্বৃত্তরা দোকান ঘরের দেওয়ালের এগজাষ্ট ফ্যান ভেঙে ভিতরে প্রবেশ করে আলমারীর তালা ভেঙে রিচার্জ কার্ডসহ নগদ টাকা চুরি করে নিয়ে যায়।
বাসষ্ট্যান্ডের যাত্রী ছাউনীর দোকানি ফটিক এবং খাবার হোটেল মালিক আলী হাসান বলেন, চুরির ঘটনার পর থেকে থানা পুলিশের কড়া নিষেধাজ্ঞা থাকায় রাত ১২টার পূর্বেই দোকানপাট বন্ধ হয়ে যায়। ভ্যান চালক মোহাম্মদ আলী ও রিকশা চালক আলাউদ্দিন বলেন, শহর এলাকায় রাতে ভ্যান-রিকশা দেখলেই পুলিশ ধাওয়া করে। থানা পুলিশের নিষেধাজ্ঞা থাকায় রাত ১০টায় বাড়ি ফিরে যাই।
ডেকোরেটর ব্যবসায়ী মিন্টু মিয়া বলেন, অনেক সময় শ্রমিকরা রাতে কাজ করে। গত বুধবার রাতে শহরে খাবারের হোটেল খোলা পাইনি। রাতে শ্রমিকরা না খেয়ে ছিল।
এ প্রসঙ্গে থানার ওসি মোহাম্মদ শওকত কবির বলেন, নন্দীগ্রাম কোনো বড় শহর নয়, এটি গ্রাম এলাকা। রাত ১২টার পর ঘরের বাইরে থাকার প্রয়োজন কি? চুরি কেন্দ্রিক ঘটনার পর থেকে রাতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। বহিরাগতদের আনাগোনা যেন না হয়, সেজন্য রাত ১২টার পূর্বেই খাবারের হোটেল ও দোকানপাট বন্ধ রাখাতে বলা হয়েছে। এভাবেই অভ্যাসে পরিনত হবে।

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি