প্রকাশিত : ১ নভেম্বর, ২০২০ ১৩:২৭

নন্দীগ্রামে স্কুলের শহীদ মিনার ভাঙল দূর্বৃত্তরা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নন্দীগ্রামে স্কুলের শহীদ মিনার ভাঙল দূর্বৃত্তরা

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ভাগবজর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদ্য নির্মাণাধীন শহীদ মিনারটি ভেঙে দিয়েছে দূর্বৃত্তরা। এঘটনায় ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।

আজ রোববার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাতে কোনও এক সময় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আসন্ন বিজয় দিবস পালনের লক্ষে স্থানীয়দের সহযোগীতায় ভাগবজর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি শহীদ মিনার নির্মাণ কাজ চলছিল। ইতিমধ্যে শহীদ মিনারের নির্মাণ কাজও প্রায় শেষ। এরমধ্য গত বৃহস্পতিবার রাতে দূর্বৃত্তরা শহীদ মিনারের স্তম্ভের কিছু অংশ ভেঙে দিয়েছে।

এদিকে সদ্য নির্মাণাধীন শহীদ মিনারের বেদিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে গ্রামবাসীর মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।

এ বিষয়ে ভাগবজর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা রেহানা খাতুন বলেন, সবার সহযোগীতায় স্কুলে শহীদ মিনার নির্মাণ করা হয়েছিল। রাতের আঁধারে কে-বা কারা শহীদ মিনার ভাঙচুর করেছে আমরা দেখিনি। এছাড়া তার চাকুরির মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবারেই অবসরে গেছেন বলেও তিনি জানান।

জানতে চাইলে নন্দীগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম বলেন, দূর্বৃত্তরা শহীদ মিনারের স্তম্ভের কিছু অংশ ভেঙে দিয়েছে শুনেছি। তবে বিষয়টি খুবই ন্যক্কারজনক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

উপরে