প্রকাশিত : ২ নভেম্বর, ২০২০ ১৩:১৪

ঘোড়াঘাটে হিন্দুদের ঋষিঘাটের স্থান অধিগ্রহণ প্রত্যাহারের প্রতিবাদে বিক্ষোভ

হিলি (দিনাজপুর)
ঘোড়াঘাটে হিন্দুদের ঋষিঘাটের স্থান অধিগ্রহণ প্রত্যাহারের প্রতিবাদে বিক্ষোভ
দিনাজপুরের ঘোড়ঘাটে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব গঙ্গা স্নান, ঐতিহাসিক ঋষি ঘাট বারুলী মেলার স্থান ও শ্বশান ঘাট এলাকার জমি সরকারী ভাবে অধিগ্রহণের প্রতিবাদে এবং তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট পালন করেছে স্থানীয় হিন্দু ধর্মালম্বিরা।
 
রোববার দুপুরে  উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে এই মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করেন তারা।
 
হিন্দু সম্প্রদায়ের লোকজনের অভিযোগ, তাদের ধর্মী অনুষ্ঠান পালনের স্থানটিকে সরকার অধিগ্রহণ করে সেখানে ভূমিহীনদের জন্য আশ্রয়ন প্রকল্প স্থাপন করতে যাচ্ছে। তারা অনতি বিলম্বে সরকারের এই সিদ্ধান্ত থেকে সরে এসে অন্য কোন স্থানে আশ্রয়ন প্রকল্প স্থাপনের জোর দাবি জানান।
 
পরে স্থানীয় উপজেলা চেয়াম্যান রাফে খন্দকার সাহানশাহ’র আশ^াসের প্রেক্ষিতে অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে নেয়।
 
এসময় হিন্দু ট্রাস্টের ঘোড়াঘাট সভাপতি মনোরঞ্জন মহন্ত, ঋষি ঘাট মেলার সভাপতি প্রকাশ চন্দ্র সরকার,পুঁজা উদযাপন কমিটির সভাপতি কার্তিক সরকার,রিপন সরকারসহ অনেকে উপস্থিত ছিলেন।
 
উপরে