প্রকাশিত : ৩ নভেম্বর, ২০২০ ২০:৩৬

বগুড়া শাজাহানপুরে রাতের আঁধারে কৃষকের মরিচের গাছ কর্তন

লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়া শাজাহানপুরে রাতের আঁধারে কৃষকের মরিচের গাছ কর্তন

বগুড়া শাজাহানপুরে রাতের আঁধারে কৃষকের মরিচের গাছ কর্তন করেছে দূর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার বিবরণ ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া ডোগলাপাড়া গ্রামের দরিদ্র কৃষক মৃত ইসমাইল হোসেনর পুত্র আব্দুল জুব্বার প্রাং বাড়ির অদূরে ৪০শতক জমিতে মরিচের চারা লাগিয়ে চাষাবাদ করছেন। গাছে সবেমাত্র মরিচ ধরা শুরু হয়েছে। সোমবার গভীর রাতে দূর্বৃত্তরা জমির মরিচের গাছ কর্তন করেছে। পরদিন সকালে কৃষক আব্দুল জুব্বার জমিতে কাজ করতে গিয়ে দেখেন জমির দুই তৃতীয়াংশ মরিচের গাছ কর্তন অবস্থায় পড়ে আছে। জমির এমন পরিস্থিতি দেখে কৃষক হতাশ হয়ে পড়েছেন। আব্দুল জোব্বারের স্ত্রী শাহীনুর বেগম জানান, মরিচের চাষ করতে গিয়ে তারা এনজিও থেকে অনেক টাকা ঋণ গ্রহণ করেছেন। মরিচ বিক্রি করে তা পরিশোধ করতে চেয়েছিলেন। কিন্তু দূর্বৃত্তরা তাদের সে আশা সফল হতে দিল না। কিভাবে ঋণ পরিশোধ হবে তা নিয়ে বিপাকে পড়েছেন তারা। কৃষকের ছেলে আমিনুর ইসলাম জানান, তার বাবা বিভিন্ন সবজি চাষ করে কোনভাবে সংসার চালান। চাষাবাদের কাজে তিনি সারাক্ষণ জমিতেই থাকেন। প্রতিদিনের ন্যায় সেদিনও তিনি কাজ শেষে বাড়ি ফিরেন। পরের দিন সকালে জমিতে গিয়ে ওই অবস্থা দেখে তিনি দিশেহারা হয়ে পড়েন। পিতার এ অবস্থা দেখে তিনিও দুশ্চিন্তাগ্রস্থ। একজন নিরীহ কৃষকের চাষের জমির ক্ষতি করা কোন মানুষের কাজ নয়, এটি অমানুষের কাজ বলে উল্লেখ করেন স্থানীয়রা। তারা এ ধরণের অমানুষদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উপরে