কাশফুলের সৌন্দর্যে মুখরিত কুড়িগ্রাম
নয়ন জুড়ানো কাশফুলের সৌন্দর্যে মুখরিত হয়ে প্রকৃতিপ্রেমী তরুন-তরুণীরা মনের আনন্দ উচ্ছাস নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কুড়িগ্রামের বিভিন্ন চর অঞ্চলের কাশবনে।
স্হানিয়রা জানান,এই কাশবন শুধু শরৎতের সৌন্দর্য বৃদ্ধি করে না,চরবাসীরা এই কাশের বাগান গবাদি পশুদের চারনভূমি হিসাবে ব্যাবহার করেন। আবার কাঁশ আটি বেধে ভালো দামে বিক্রি করে জীবীকা নির্বাহ করেন অনেকেই।
গবেষকরা বলছেন, কাঁশ গাছের অনেক ঔষধী গুন রয়েছে। সরেজমিনে কুড়িগ্রামের ফুলবাড়ি নীলকুমর নদীর ধারে, কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের ঝুনকার চর, উলিপুরের সাহেবের আলগা চরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে,আকাশে শরৎতের সাদা মেঘ,জমিনে কাশফুলের বিছানা। এই দৃশ্য এখন কুড়িগ্রামের নদ নদী অববাহিকার সাড়ে চার শতাধিক চরাঞ্চলের।
সদরের যাত্রাপুর ইউনিয়নের ঝুনকার চরের বাসিন্দা জাহিদুল ইসলাম জানান, এই কাশবন চরাঞ্চলের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি চরের মানুষের জীবন - জীবিকার মাধ্যম হয়ে উঠেছে। গাছ থেকে কাঁশফুল পড়ে গেলে গাছ কেটে আঁটি বেধে ১ হাজার আঁটি ৭ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়।
উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলাল হোসেন বলেন,আমার ইউনিয়ন পুরোটাই ব্রম্মপুত্র অববাহিকার চরাঞ্চল। এখানে নদের দুই পাড়ে জেগে উঠা নতুন সব চরই এখন কাশবন।
সদর উপজেলার ধরলা নদীর অববাহিকার হলোখানা ইউনিয়নের সারডোব চর এলাকার মজিবর রহমান জানান,শুধু সৌন্দর্য আর অর্থের উৎস নয়,বন্যার মতো দুর্যোগের সময় গো-খাদ্যেরও অভাব মেটাতে ভূমিকা রাখে এই কাশবন।
বেরুবাড়ির চরে শহর থেকে কাশবনের সৌন্দর্য দেখতে আসা আরিফ বলেন, আমি প্রতি বছরই এই সময়টাতে সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন চরাঞ্চল ঘুরে বেড়াই।

কুড়িগ্রাম