প্রকাশিত : ৫ নভেম্বর, ২০২০ ১৮:২৩

দুপচাঁচিয়ায় খুনের মামলায় উপজেলা যুবলীগের সহসভাপতি গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার
দুপচাঁচিয়ায় খুনের মামলায় উপজেলা যুবলীগের সহসভাপতি গ্রেপ্তার

বগুড়ায় দুপচাঁচিয়া উপজেলার পৌর কাউন্সিলর উপজেলা যুবলীগের সহ-সভাপতি আকরাম হোসেন গ্রেপ্তার হয়েছেন। ৫ নভেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসর্মপণ করতে এলে তিনি গ্রেপ্তার হন। আকরাম হোসেন দুপচাঁচিয়া পৌরসভার ২নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর। তিনি ৩৯৬ ধারায় খুন ও ডাকাতির মামলায় গ্রেপ্তার হয়েছেন। বগুড়া জেলা কোর্ট পরিদর্শক অশোক সিংহ জানান, ২০১৭ সালের ২৬ মার্চ তারিখের একটি খুন সহ ডাকাতি মামলায় আকরাম হোসেন পলাতক ছিলেন। ওই মামলাটি তদন্ত করছিল সিআইডি। তদন্তের পরে সিআইডি ৩৯৬ ধারায় খুন ও ডাকাতির অভিযোগে চার্জশিট দাখিল করে। সেই মামলায় বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসর্মপণ করে জামিনের আবেদন করেন আকরাম। বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। জানা গেছে, ২০১৭ সালের ২৫মার্চ দিবাগত রাতে দুপচাঁচিয়ায় স্থানীয় ‘নিউ মার্কেট’-এর নৈশ প্রহরীকে গলা কেটে হত্যার পর সোনার দোকানে ডাকাতি হয়। নিহত নৈশপ্রহরী মোজাহার আলী (৫৫) উপজেলা সদরের ডিমশহর এলাকার মৃত সাইদার রহমানের ছেলে।

উপরে