প্রকাশিত : ৫ নভেম্বর, ২০২০ ১৮:২৫

বগুড়া সদর উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই ২১ নভেম্বর

প্রেস বিজ্ঞপ্তি
বগুড়া সদর উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই ২১ নভেম্বর

বগুড়া সদর উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের কাজ আগামী ২১ নভেম্বর হতে নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে (অপরাজিতা) অনুষ্ঠিত হবে। সাক্ষাতকালীন শুধুমাত্র ভারতীয় বা লাল মুক্তিবার্তায় তালিকাভূক্ত এ উপজেলাধীন আগ্রহী বীর মুক্তিযোদ্ধাগণের উপস্থিতিতে (স্বাস্থ্যবিধি মেনে) যাচাই-বাছাই করা হবে।

নির্ধারিত তারিখে আবশ্যিকভাবে জামুকা কর্তৃক নির্ধারিত ফরমে পূরণকৃত আবেদন, বয়সের প্রমাণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পক্ষে দালিলিক প্রমাণ ও সহযোদ্ধা সাক্ষীগণসহ উপরিউক্ত (পাঁচ) ক্যাটাগরির আবেদনকারী/ ব্যক্তিগণকে (আবেদনকারী/ সংশ্লিষ্ট ব্যক্তি মৃত হলে তাঁর বৈধ উত্তরাধিকারী) হাজির হওয়ার জন্য জানিয়েছেন বগুড়া সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার আজিজুর রহমান। আগামী ৮ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং মুক্তিযোদ্ধা সংসদ ভবন, সাতমাথা হতে ফরম সংগ্রহ করে পূরণপূর্বক আগামী ১২ নভেম্বরের মধ্যে উপজেলা সমাজসেবা কার্যালয়ে জমা দিতে হবে। ইতোমধ্যে যারা ফরম জমা দিয়েছেন তাঁদের আর ফরম জমা দেয়ার প্রয়োজন নেই। যাঁদের যাচাই-বাছাই করা হবে ২১ নভেম্বর নুনগোলা ও সাবগ্রাম ইউনিয়ন, ২২ নভেম্বর ফাঁপোর, এরুলিয়া, নিশিন্দারা ও নামুজা ইউনিয়ন, ২৩ নভেম্বর গোকুল, লাহিড়ীপাড়া ও শেখেরকোলা ইউনিয়ন, ২৪ নভেম্বর শাখারিয়া ও রাজাপুর ইউনিয়ন, ২৫, ২৬ ও ২৯ নভেম্বর বগুড়া পৌরসভা, ৩০ নভেম্বর স্থগিতকৃত গেজেটভূক্ত সদস্যগণ এবং যাদের বিরুদ্ধে অফিযোগ আছে। সকাল ১০ টা হতে বিকাল ০৩ টা পর্যন্ত এই যাচাই বাছাই করা হবে।

উপরে