প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২০ ২০:২২

বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ৩২ তম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ৩২ তম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

আজ শনিবার টি.এম.এস.এস মহিলা মার্কেট অডিটোরিয়ামে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বগুড়া জেলা শাখার ৩২ তম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অভিষেক অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি মি. প্রবীর বড়ুয়া। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. এন সি বাড়ই এর সভাপত্বি প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ প্রেসিডিয়াম সদস্য ও পি.পি জয়পুরহাট শ্রী নৃপেন্দ্র নাথ মন্ডল। প্রধান অতিথি বলেন এ সংগঠনটি একটি আন্তর্জাতিক অরাজনৈতিক অলাভজনক সংগঠন। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। তিনি ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করতে চান। তাই বর্তমান সরকারের আমলে চাকুরী হতে শুরু করে সকল েেত্র সকল ধর্মের চৌকশ বুদ্ধিদীপ্ত প্রতিভাবান ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে দেশের স্বার্থে কাজের লাগাচ্ছেন যা অন্য সরকারের আমলে সম্ভব হয় নি। সাম্প্রদায়িকতা দাঙ্গা, হাঙ্গামা ও বিভেদ সৃষ্টি করে থাকে। তাই সাম্প্রদায়িকতা হতে আমাদের বেরিয়ে আসতে হবে। ধর্মকে পুজি করে গোটা বিশ্ব আজ সংখ্যালঘু নামক শব্দকে আত্মস্থ করেছে। যা দেশ উন্নয়ন হতে শুরু করে সকল েেত্র বড় বাধা। তিনি আরো বলেন ১৯৭১ সালের মূলমন্ত্র আমরা জাতিতে বাঙালি। জাতিসত্তা বাঙালি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৩ বছর ধরে আন্দোলন করে সকল ধর্ম, বর্ণ, জাতিকে ডাক দিয়েছিলেন স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়ার জন্য। তার ডাকে বাঙালি জাতি ঝাপিয়ে দেশ স্বাধীন করেছিল। তিনি তো কখনো বিভেদ সৃষ্টি করেননি এবং তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা মানবতার চেতনাকে কাজে লাগিয়ে “ধর্ম যার যার রাষ্ট্র সবার” এটিকে বাস্তবায়ন করার মধ্যে দিয়ে অসাম্প্রদায়িক মহীয়সী নারী হিসেবে আমাদের হৃদয়ে স্থান করতে সম হয়েছেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবলিক প্রসিকিউটর বগুড়া এ্যাড. আব্দুল মতিন, টি. এম.এস.এস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা হোসনে আরা বেগম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি শ্রী দীলিপ কুমার দেব, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, স্পেশাল পিপি এ্যাড. নরেশ মুখার্জ্জীসহ প্রমুখ। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সি.আর দত্ত এর স্মরণী ১ মিনিট নিরবতা পালন ও বগুড়া ১ আসনের সংসদ সদস্য প্রয়াত জননেতা আব্দুল মান্নান ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত আলহাজ্ব মমতাজ উদ্দীনের স্মৃতিচারণ করা। অভিষেক অনুষ্ঠানে নবোগঠিত ১০১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্য বিন্দুকে ফুলের শুভেচ্ছা ও প্রধান অতিথি অধিকার নামক এক স্মরণিকা মোড়ক উন্মোচন করেন। অভিষেক অনুষ্ঠানের পূর্বে সাতমাথায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। শেষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বগুড়া জেলা শাখা সাধারণ সম্পাদক নিরঞ্জন সিংহ এর সাবলীল পরিচালনা ও সভাপতি অধ্য রবার্ট রবিন মারান্ডি সমাপনী বক্তব্যের মধ্যে অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।

উপরে