প্রকাশিত : ৮ নভেম্বর, ২০২০ ১৪:৫৮

কুড়িগ্রামে জেন্ডার ইক্যুইটি বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন

কুড়িগ্রাম
কুড়িগ্রামে জেন্ডার ইক্যুইটি বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আজ রোববার বেলা ১১ টায় জেন্ডার ইক্যুইটি মুভমেন্ট ইন স্কুলস (জেমস) মডিউল বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট। বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রজেক্টের সহযোগিতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের ৪ দিনের এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
 
ফুলবাড়ী ডিগ্রী কলেজ ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষক প্রশিক্ষণে অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ডিগী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, উপাধ্যক্ষ নূর ইসলাম শেখ, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, প্লান  ইন্টারন্যাশনাল বাংলাদেশের শিশু সুরক্ষা স্পেশালিস্ট তারেকুজ্জামান, বিবিএফজি প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী ঝরণা বেগম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু প্রমূখ।
উপরে