প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২০ ২০:১৬

সাপাহারে ভোক্তা অধিকার আইনে জরিমানা

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
সাপাহারে ভোক্তা অধিকার আইনে জরিমানা

নওগাঁর সাপাহারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ ও ভোক্তা অধিকার বিরোধী কার্য কলাপের দায়ে জরিমানা আদায় করা হয়েছে।সোমবার দুপুর ১২টায় উপজেলার দিঘীর হাটে ঔষধের দোকানে লাইসেন্স,মেয়াদ উত্তীর্ণ ঔষধ, বিক্রয় যোগ্য নহে সরকারী ঔষধ, হোটেলে মেয়াদ উত্তীণ কোমল পানীয় ও পরিস্কার পরিচ্ছন্ন না থাকায় এবং মোদিখানা দোকানে প্যাকেট জাত সেমাই সহ কিছু খাদ্য দ্রব্যে উৎপাদন ডেট ও মূল্য তালিকা না থাকায় এবং অপরিকল্পীত ভাবে গ্যাসের সিলিন্ডার রাখার দায়ে মোট ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে ১২ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ ও ভোক্তা অধিকার সংরক্ষণ নওগাঁ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শামীম হোসেন।এসময় সাপাহার থানার এ.এস.আই একরামুল হক,সাংবাদিক প্রদীপ সাহা প্রমূখ উপস্থিত ছিলেন।

উপরে