প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২০ ২০:২৫

বগুড়া লেখক চক্রের মুখপত্র ‘ঈক্ষণ’ এর মোড়ক উন্মোচন

ষ্টাফ রিপোর্টার
বগুড়া লেখক চক্রের মুখপত্র ‘ঈক্ষণ’ এর মোড়ক উন্মোচন

বগুড়া লেখক চক্রের মুখপত্র ‘ঈক্ষণ’ এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় ‘ঈক্ষণ’ এর মোড়ক উন্মোচন করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আলী হায়দার চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আব্দুর রশিদ ও অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোতাহার হোসেন। এর আগে আগামী ২৭-২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ১২তম কবি সম্মেলন নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মোড়ক উন্মোচন ও মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা এ্যাডভোকেট পলাশ খন্দকার। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও ‘ঈক্ষণ’ এর সম্পাদক কবি ইসলাম রফিক। বাচিক শিল্পী অলক কুমার পালের সঞ্চালনায় কবি সম্মেলন নিয়ে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন কবি-প্রাবন্ধিক প্রফেসর খৈয়াম কাদের, প্রফেসর মীর আব্দুর রাজজাক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সহ-সভাপতি আসাদ হোসেন, সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী, সংশপ্তক থিয়েটারের সভাপতি আব্দুল্লাহেল কাফি তারা, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, থিয়েটার আইডিয়ার পরিচালক নিভা সরকার পূর্ণিমা, কবি-সাংবাদিক মামুন রশীদ, ছড়াকার আমির খসরু সেলিম। অনুষ্ঠানের শুরুতে নাট্যজন শ্যামল ভট্রাচার্যের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। উল্লেখ্য যে, ‘ঈক্ষণ’র সম্পাদক ইসলাম রফিক, প্রচ্ছদ শিল্পী কবি শিবলী মোকতাদির। একশত টাকা মূল্যের সাড়ে ১২ ফর্মার পত্রিকাটি বগুড়ায় ‘পড়ুয়া’ লাইব্রেরীতে পাওয়া যাবে।

উপরে