প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২০ ১৭:০৮

পোরশায় লাইসেন্স না থাকায় দুটি ক্লিনিক বন্ধ

অনলাইন ডেস্ক
পোরশায় লাইসেন্স না থাকায় দুটি ক্লিনিক বন্ধ

নওগাঁর পোরশায় বিভিন্ন কিনিকে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি কিনিক বন্ধ সহ জরিমানা আদায় করা হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সারাইগাছী বাজারের বিভিন্ন কিনিকে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) জাকির হোসেন। এসময় তার সাথে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব হাসান ও ডা. রানাউল উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার(ভূমি) জাকির হোসেন জানান, লাইসেন্স না থাকা ও অব্যবস্থাপনার কারনে সারাইগাছী বাজারের মজিদা কিনিক ও একই কারনে নুর ফাউন্ডেশন কিনিক বন্ধ করা হয়েছে, অব্যবস্থাপনার কারনে একতা কিনিক কতৃপক্ষের ৫ হাজার টাকা এবং হবির মোড় আল-মদিনা কিনিকের ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপরে