প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০ ১৫:০৫

কুড়িগ্রামে নদী ভাঙ্গনের শিকার ৮ হাজার পরিবারের মাথা গোঁজার ঠাই মেলেনি

কুড়িগ্রাম
কুড়িগ্রামে নদী ভাঙ্গনের শিকার ৮ হাজার পরিবারের মাথা গোঁজার ঠাই মেলেনি

কুড়িগ্রামে নদী ভাঙ্গনের শিকার ৮ হাজার পরিবারের মাথা গোজার ঠাই এখোনো মেলেনি। বন্যার সময় ধরলার ভাঙ্গনে শিকার মহিলা বেগম জানালেন তার অসাহায়ত্বের কথা। তিনি বলেন, মোর ভিটার ঘর নদীত পড়ছে। রাস্তার মধ্যে পড়ি আছং। কামাই কাজও নাই। সহাজ্যে নাই! এলা বাড়ি ঘর বানাইম কেং করি। মহিলা বেগমের মতো প্রায় শতাধিক পরিবার পড়েছে দুর্ভোগে।দফায় দফায় নদী ভাঙ্গনে তাদের ভিটের শেষ চিন্হটুকু মুছে গেছে। তারা আশ্রয় নিয়েছে রাস্তার ধারে, খোলা জায়গায়। কুড়িগ্রামে চলতি বছর নদী ভাঙ্গনের শিকার হয়েছে প্রায় ৮ হাজার পরিবার। তাদের মাথা গোজার ঠাই এখনো মেলেনি। বসত ভিটা না থাকায় এ সব পরিবার ঠাই নিয়েছে খোলা জায়গায়। সরকারী সহায়তা না পাওয়ায় অনেকেই টিনের চালা,পলিথিন ও তাবু খাটিয়ে বাস করছেন।

উপরে