প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০ ১৭:৪৫

বিরামপুরে বিনা মূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে সার বীজ বিতরণ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
বিরামপুরে বিনা মূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে সার বীজ বিতরণ

বিরামপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চলতি রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বুধবার (১৮ নভেঃ) বিরামপুর উপজেলার পৌর এলাকা ও ৭টি ইউনিয়নের ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মাঝে বিনা মূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে।
 
উপজেলা কৃষি চত্বরে সার-বীজ বিতরণের উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু। এসময় সহকারী কমিশনার মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে কৃষকদের উদ্যেশ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ নিক্সন চন্দ্র পাল, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম ও উম্মে কুলসুম প্রমূখ। উপজেলার ২০০ কৃষকের প্রত্যেককে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও  ১ কেজি করে সরিষা বীজ বিতরণ করা হয়েছে।

উপরে