প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০ ১৪:০৮

১৮ কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্পসহ গ্রেফতার ৪

অনলাইন ডেস্ক
১৮ কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্পসহ গ্রেফতার ৪

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা রমনা বিভাগের রমনা জোনাল টিম বিশেষ অভিযান চালিয়ে ১৮ কোটি ৩৫ লাখ ১২ হাজার টাকা মূল্যের জাল স্ট্যাম্প, ডাক টিকিট, কোর্ট ফি ও জাল স্ট্যাম্প তৈরির সরঞ্জামাদিসহ জাল স্ট্যাম্প ক্রয়-বিক্রয় চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন-মো. আশরাফুজ্জামান ওরফে আকাশ, মো. মোরসালিন সরদার সোহেল রনি শেখ ও মো. আব্দুল আজিজ।

শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার এসব তথ্য জানিয়েছেন।

এর আগে ১৯ নভেম্বর ধারাবাহিক চলমান অভিযানে রাজধানীর পুরানা পল্টন ও ঢাকা জেলার আশুলিয়া এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

হাফেজ আখতার জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৮ কোটি ৩৫ লাখ ১২ হাজার টাকার জাল স্ট্যাম্প, ডাক টিকেট, কোর্ট ফিসহ কম্পিউটার ১ টি, মনিটর ১ টি, সিপিও ১ টি, প্রিন্টার ১ টি, স্ট্যান্ডসহ ইলেক্ট্রিক সেলাই মেশিন ২ টি ও লাহোরে সেলাই মেশিন ১ টি উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, পলাতক অভিযুক্ত মনির মোল্লা ও সাকিবের সহায়তায় তারা অবৈধভাবে জাল স্ট্যাম্প, ডাক টিকিট, কোর্ট ফি তৈরি করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয় বিক্রয় করতেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়েছে।

উপরে