প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০ ১৫:৩৮

পার্বতীপুরে আন্তঃনগর ট্রেন থেকে নেশার ইনজেকশনসহ গ্রেপ্তার ১

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুরে আন্তঃনগর ট্রেন থেকে নেশার ইনজেকশনসহ গ্রেপ্তার ১

দিনাজপুরের পার্বতীপুরে আন্তঃনগর ট্রেন থেকে নেশার ইনজেকশনসহ মোঃ হাসান আলী (২৬) নামক এক যুবককে হাতে নাতে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। আজ রবিবার দুপুর ১২ টা ৪৫ মিনিটে পার্বতীপুর রেলওয়ে জংশনে অবস্থানরত আন্তঃনগর তীতুমীর এক্সপ্রেস ট্রেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে আজ রবিবার দুপুর ১২ টা ৪৫ মিনিটে রাজশাহী থেকে চিলাহাটীগামী  আন্তঃনগর তীতুমীর এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে জংশনের ১ নম্বর প্লাটফর্মে অবস্থানরত অবস্থায় ট্রেনের “জ” নম্বর বগি থেকে ১৯পিচ ভারতীয় থিবেইন বুপ্রেনরফাইন নেশার ইনজেকশনসহ হাসান আলীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। সে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত আব্দুল হাকিম সরদারের পুত্র।

এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

উপরে