প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০ ১৪:২২

কাহালুতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

অনলাইন ডেস্ক
কাহালুতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সোমবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদের হলরুমের সামনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমী কৃষি পুনর্বাসন কর্মসূূচীর আওতায় কৃষি প্রণোদনা ও পুনর্বাসন এর কাহালু পৌরসভা সহ উপজেলার ৯টি ইউনিয়নের ৩ হাজার ৩’শ ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়।

বিতরণের উদ্বোধন করেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ) ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান রওশন আকতার, কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আখেরুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার ধীমান ভূষন, উপ-সহকারি কৃষি অফিসার তপন কুমার রায়, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন অফিসার মাসুদ রানা, কাহালু মডেল প্রেসকাবের সাধারণ সম্পাদক এম এ মতিন সহ অন্যান্য উপ-সহকারি কৃষি অফিসারবৃন্দ ও কৃষকবৃন্দ।

উল্লেখ্য যে, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বেরো ধান, গম, ভুট্রা, সরিষা, সূর্যমূখী, পিয়াজ, মসুর ডাল, টমেটো ও মরিচের বীজ এবং ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়।

 

উপরে