প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২০ ১৫:০৭

সাপাহারে প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থান ও ত্রাণ বিতরণ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
সাপাহারে প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থান ও ত্রাণ বিতরণ

ইমারজেন্সী ফুড এইড রেসপোন্স শীর্ষক প্রকল্পের অধিনে কোভিড-১৯ উপলক্ষে নওগাঁর সাপাহারে প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থান ও অসহায় দুস্থ্যদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ লুথারেন মিশন ফিন্নিশ এর আয়োজনে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সদরের উচাডাঙ্গা মিশনে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী’র সভাপতিত্বে মাসুদ ও ডলার নামের দু’জন প্রতিবন্ধীকে তাদের কর্মসংস্থানের জন্য ১৫হাজার করে মোট ৩০হাজার টাকার মুদিখানা দোকানের মালামাল প্রদান করা হয়।

এছাড়াও করোনার দ্বিতীয় ধাপে এলাকায় প্রায় ৩শ’জন কর্মহীন অসহায় দুস্থ্য,পুষ্টিহীন,গর্ভবতী ও প্রতিবন্ধীদের মাঝে ১০ কেজি চাল,২লিটার তেল,আলু ২কেজি,১কেজি মসুর ডাল,২টি সাবান ও হ্যান্ডশ্যানিটাইজার বিতরণ করা হয়।

এসময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, প্রকল্পের নির্বাহী পরিচালক চন্দন সরেন,ব্যবস্থাপক আগস্টিন রিছিল,ফিল্ড অর্গানাইজার পবিত্র মালী প্রমূখ।

 

উপরে