প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০ ১৭:২৬

বগুড়ায় গোকুলে বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় গোকুলে বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

টিএমএসএস এর মানবাধিকার ও জেন্ডার বিভাগের উদ্যোগে বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদে আজ বুধবার বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

উক্ত ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস’র পরামর্শক ও কৃষিবিদ আসাদুর রহমান।টিএমএসএস এইচইএম সেক্টরের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকাদুল ইসলাম সরকার সবুজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিএমএসএস’র পরিচালক আব্দুস সালাম, পরিচালক ও ডোমেইন প্রধান মোহাম্মদ আলী মিঠু প্রমুখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবাধিকার কর্মী সাহানা আফরোজ খানম। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে সংসারে অশান্তির মূলে রয়েছে বাল্য বিবাহ। পরিণত বয়সে বিবাহ না দেয়ার ফলে সংসার দ্রুত ভেঙ্গে যাচ্ছে। এই বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়তে সবাইকে এক সাথে কাজ করতে হবে।

উপরে