পঞ্চগড়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিট ও প্রাণোচ্ছ্বাস’র যৌথ প্রচেষ্টায় গত বুধবার বিকেলে স্থানীয় পোাড়াকামাত মসজিদ মাঠে এই কর্মসুচি পালন করা হয়।
নুরজাহান হোটেলের স্বত্তাধিকারী মো. হায়াতুন আলমের সার্বিক সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাণোচ্ছ্বাস সেন্ট্রাল উইং এর সভাপতি মো. দাইয়ান নাফিস প্রধান, সাধারণ সম্পাদক বাপ্পি সাহা, সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিটের রোগি কল্যাণ সম্পাদক মো. আল মামুন, ডোনার কাব ও সমাজকল্যাণ সম্পাদক আশীষ রায়, যুগ্ম রোগি কল্যাণ সম্পাদক-১ হিমালয় দাস, কার্যকরী সদস্য আরেফিন পারভেজ অনিক, অহেদুজ্জামান রকি, সাব্বির হোসেন প্রমূখ। অনুষ্ঠানে ১৮৫ জন দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

পঞ্চগড় প্রতিনিধি