পঞ্চগড়ে স্বাস্থ্যকর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু
নিয়োগবিধি সংশোধনসহ বেতন আপগ্রেডেশনের দাবিতে পঞ্চগড়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিট্যান্ট অ্যাসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কার্যালয়ের সামনে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
কর্মসূচিতে বাংলাদেশ হেলথ অ্যাসিট্যান্ট অ্যাসোসিয়েশনের সকল সদস্যরা অংশ নেন। এ সময় বক্তব্য দেন দাব বাস্তবায়ন পরিষদের আহবায়ক লায়লা আরজুমান, যুগ্ম আহবায়ক খাজা ময়েন উদ্দীন আহম্মেদ প্রমূখ। একই সাথে জেলার সকল উপজেলায় এ কর্মসূচি চলছে।
সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের এই কর্মবিরতির ফলে আগামী ৫ ডিসেম্বর হাম-রুবেলা ক্যাম্পেইনসহ দেশের এক লাখ ২০ হাজার আউটরিচ রুটিন টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে।

পঞ্চগড় প্রতিনিধি