বিরামপুরে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে মতবিনময় সভা অনুষ্ঠিত
দিনাজপুরের বিরামপুরে তারুন্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় দিনাজপুরের ৭৫জন প্রশিক্ষণার্থীদের সাথে নিয়ে উপজেলা সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ আওয়ামীলীগের সকল নেতাকর্মী, উপজেলা নির্বাহী কর্মকর্তা-কর্মচারী, বিরামপুর প্রেস ক্লাবের সদস্যরা ও প্রকল্প পরিচালক উপ-সচিব আবুল খায়ের মোহাম্মাদ হাফিজুল্লাহ খানকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানায়।
প্রধানমন্ত্রীর কার্যলয়ে বিআইডি প্রকল্পের আয়োজনে ২৭ নভেম্বর শুক্রবার উপজেলা সভাকক্ষে মতবিনিময় অনুষ্ঠানে উদ্যোক্তা উন্নয়ন ও বিনিয়োগ সহয়তা কেন্দ্র দিনাজপুর উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প (ইএএসডিপি) বাংলাদেশ উন্নয়ন কতৃপক্ষ বিআইডি প্রকল্প পরিচালক ও উপ-সচিব প্রধান অতিথি আবুল খায়ের মোহাম্মাদ হাফিজুল্লাহ খান জানায়, তারুন্যের শক্তি বাংলাদেশের উদ্যোক্তা সৃষ্টি সহয়তার দক্ষতা উন্নয়নে বর্তমান প্রধানমন্ত্রী নিজে এ কাজে এগিয়ে আসছেন অবশ্যয় এটির সাফল্যের অগ্রযাত্রা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।
প্রকল্পটি অতি শিঘ্রই উন্নয়ন আলোর মুখ দেখবে এবং মেধাবী তারুণ্যের অনেক উদ্যোক্তা উন্নয়নে বিনিয়োগ সহয়তায় দ্রুত বাংলাদেশকে দোড়গোরায় পৌছে দিবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, দিনাজপুর উদ্যোক্তা প্রশিক্ষক হাসান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মশিহুর রহমান। মতবিনিময় সভায় উদ্যোক্তার সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন ।

বিরামপুর, (দিনাজপুর) প্রতিনিধি