কৃষকের দাবী আদায়ের জন্য বঙ্গবন্ধু কৃষক লীগ গঠন করে ছিলেন: তারিন
বাংলাদেশ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজশাহী বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতা আব্দুল লতিফ তারিন বলেছেন- বঙ্গবন্ধুর নির্দেশে বাংলার কৃষকরা মুক্তিযোদ্ধে অংশ গ্রহণ করে বাংলাদেশ কে এনে দিয়েছিল স্বাধীনতা। কৃষকের দাবী আদায়ের জন্য বঙ্গবন্ধু কৃষক লীগ গঠন করে ছিলেন। অতীতের সরকারের আমলে ৫ হাজার টাকা কৃষি ঋণ অনাদায়ী থাকায় বাংলার কৃষকের কমরে দড়ি বেঁধে থানায় আনতো পুলিশ পক্ষান্তরে বর্তমান সরকার অনাদায়ী কৃষি ঋণ মওকুফ করেছেন। তাই শুধু নয় কৃষি খাতে ব্যপক ভূর্তুকী প্রদান করে বাংলাদেশ কে খাদ্যের সয়ংসম্পূর্ণ করেছেন। জোট সরকারের আমলে সারের জন্য গাইবান্ধার মহিমাগঞ্জে ১১ জন কৃষক কে গুলি করে হত্যা করা হয়েছিল। এখন সারের জন্য কৃষক আর হাহাকার করতে হয় না। বাংলার কৃষকের দোড় গোড়ায় সার কীটনাশক বীজ সহ কৃষি উপকরণ পৌছে দেওয়ার ব্যবস্থা করেছেন বর্তমান সরকার। আজ বাংলাদেশের মানুষের আর অভাব, দুর্বিক্ষ মঙ্গা শব্দ বলতে আর কিছু নেই। আজ কৃষক থেকে শুরু করে সাধারণ জনগণের হাতে মোবাইল ফোন, ঘরে ঘরে বিদ্যুৎ, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে কম্পিউটার, টিভি, ফ্রিজ। বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবার ভাগ্যের পরিবর্তন করার জন্য কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ আজ নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছে। তাই বার বার দরকার শেখ হাসিনা সরকার। তিনি শনিবার শিবগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ কৃষক লীগ শিবগঞ্জ উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা কৃষক লীগের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেনে উদ্বোধন করেন বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা, উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক এর সঞ্চালনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের নেতা আজমল হোসেন, কেন্দ্রীয় কৃষক লীগ সদস্য ও রাজশাহী জেলা কৃষক লীগ সভাপতি রবিউল আলম বাবু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর মেয়র জেলা আওয়ামী লীগ নেতা তৌহিদুর রহমান মানিক, মোঃ বকুল আহম্মেদ, কেন্দ্রীয় যুব লীগ সদস্য মোবাশ্বের হোসেন স্বরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মোঃ রিজ্জাকুল ইসলাম রাজু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক এমদাদ, রেজাউল করিম চঞ্চল, পৌর আওয়ামীগ সভাপতি আমিনুল হক দুদু, সাধারণ সম্পাদক শামছুল ইসলাম মোল্লা, যুবলীগ সভাপতি আব্দুস ছাত্তার, সাধারণ সম্পাদক শামছুদ্দোহা শামীম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আহসান হাবীব সবুজ, ছাত্র লীগ সাধারণ সম্পাদক মাসুম পারভেজ মুকুল সহ থানা, পৌরসভা ও ইউনিয়ন কৃষক লীগ সভাপতি, সাধারণ সম্পাদক এবং নেতাকর্মীরা। সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতি ক্রমে পুনরায় লুৎফর রহমানকে সভাপতি, কৃষিবীদ শাহিনুর আলম কে সাধারণ সম্পাদক করে উপজেলা কৃষকলীগ কমিটি ঘোষণা করা হয়।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি