বগুড়ার শেরপুরে অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ,থানায় মামলা
বগুড়ার শেরপুরে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক এক গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদি হয়ে গতকাল শনিবার (২৮নভেম্বর) দুপুরে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলায় উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর (পিসিভাটা) এলাকার আফছার আলীর ছেলে মো. সাইফুল ইসলামকে (৪৫) অভিযুক্ত করা হয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। মামলা সূত্রে জানা যায়, গত ২৭নভেম্বর দিনগত রাত অনুমান সাড়ে ১১টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনী (প্রাথমিক বিদ্যালয়) সংলগ্ন জহুরুল ইসলামের স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে শয়নকক্ষ থেকে বের হন। এসময় আগে থেকেই ওঁৎ পেতে থাকা ওই লম্পট অস্ত্রের মুখে গৃহবধূকে জিম্মি করে ফেলেন। এমনকি তাকে পাশের রাজিব মিয়ার বসতবাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে জোরপূর্বক ধর্ষণ এই গৃহবধূকে ধর্ষণ করা হয়। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে লম্পট সাইফুল ইসলাম সটকে পড়েন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আব্দুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় মামলা নেয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্ত সাইফুল ইসলামকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি