পঞ্চগড়ে সম্মিলিত শিক্ষানবীশ আইনজীবী পরিষদের মানববন্ধন
লিখিত পরীক্ষা বাতিল করে অবিলম্বে মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ পঞ্চগড় জেলা বার এসোসিয়েশনের শিক্ষানবীশ আইনজীবীরা।
রোববার সকালে পঞ্চগড় প্রেসকাবের সামনে তারা ওই কর্মসূচি পালন করে। এসময় বক্তব্য দেন বাংলাদেশ সম্মিলিত শিক্ষানবীশ আইনজীবী পরিষদ পঞ্চগড় জেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক সোহেল রানা জীবন, সদস্য সচিব মফিদার রহমান মঞ্জু, সদস্য আনোয়ারুল ইসলাম, লুৎফর রহমান, সাজ্জাদ প্রধান, মামুন জোয়ার্দার প্রমূখ।

অনলাইন ডেস্ক