বগুড়ায় প্রতিবন্ধীদের সামগ্রিক উন্নয়নে এ্যাডভোকেসি সভা
“প্রতিবন্ধী ব্যক্তিদের সামগ্রিক উন্নয়নে প্রতিনিধিত্ব ও অংশগ্রহন বৃদ্ধিকরণ প্রকল্প” এই স্লোগানকে সামনে নিয়ে বগুড়ায় অনুষ্ঠিত হল একীভূত নীতি প্রণয়ন ও বাস্তবায়নের জন্য জেলা ও জাতীয় পর্যায়ের নীতি নির্ধারকদের সাথে তথ্য ও উপাত্তভিক্তিক এ্যাডভোকেসি সভা।
জাতীয় তৃণমূল প্রতিবন্ধি সংস্থা এর আয়োজনে ও এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহযোগীতায় বগুড়ার স্থানীয় একটি মোটেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক উজ্জল কুমার ঘোষ।
এসময় আরো বক্তব্য রাখেন বগুড়া সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাওছার রহমান, বগুড়া বিসিক এর উপ-মহাব্যবস্থাপক জাহিদুল ইসলাম, এডিডি ইন্টারন্যাশনাল এর ফিল্ড কো-অডিনেটর আতাউর রহমান। সভায় সভাপতিত্ব করেন মানবাধিকার কমিশন বগুড়া এর চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বাচ্চু।

অনলাইন ডেস্ক