প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২০ ১৬:০১

বগুড়ার শেরপুরে কৃষকের গরু চুরি, থানায় জিডি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে কৃষকের গরু চুরি, থানায় জিডি

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামে গরু চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরদল রাতের আঁধারে হানা দিয়ে ওই গ্রামের এক কৃষকের গোয়ালঘরের তালা ভেঙে পাঁচটি গরু চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা। উক্ত ঘটনায় সোমবার দুপুরের পর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

ভুক্তভোগী কৃষক ফজর আলী খান জানান, প্রতিদিনের মতো রোববার সন্ধ্যায় বসতবাড়ি সংলগ্ন গোয়ালঘরের প্রধান ফটক তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ঘুম থেকে জেগে উঠে  দেখেন গোয়ালঘরের তালা ভাঙা। এমনকি গোয়ালে থাকা ১টি গাভী, ২টি বকনা, ১টি ষাঁড় ও ১টি বকনা গরু নেই। তিনি আরও জানান, রাতের কোনো একসময় বসতবাড়ির প্রধান ফটকের তালা ভেঙে সংঘবদ্ধ চোরদল ভেতরে প্রবেশ করে। এরপর গোয়ালঘরের তালা ভেঙে গরুগুলো নিয়ে যায়। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন বলে ভুক্তভোগী কৃষক ফজর আলী খান জানান।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থানায় একটি জিডি করা হয়েছে। এ ছাড়া খোয়া যাওয়া গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে। একই সঙ্গে ওই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশের এই কর্মকর্তা দাবি করেন।

 

উপরে