প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২০ ২০:৪৪

বগুড়ায় কর্মবিরতি অব্যহত রেখেছে বাংলাদেশ হেলথ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশন

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় কর্মবিরতি অব্যহত রেখেছে বাংলাদেশ হেলথ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশন

বেতন বৈষম্য নিরসনের দাবিতে ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া কর্মবিরতি অব্যহত রেখেছে বাংলাদেশ হেলথ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশন।কেন্দ্রিয় কমিটি ঘোষিত কর্মসুচী অনুযায়ী বৃহস্পতিবার, শনিবার, রবিবার ও আজ সোমবার সারাদেশের ন্যায় বগুড়ার ১২ টি উপজেলায় কর্মবিরতি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। ১৯৯৮ সালে প্রধানমন্ত্রীর ঘোষনা, পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রির লিখিত প্রতিশ্র“তি স্বাস্থ্য পরিদর্শক-১১, সহকারি স্বাস্থ্য পরিদর্শক-১২ এবং স্বাস্থ্য সহকারিদের ১৩ তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধন করার দাবিতে এই কর্মবিরতি পালন করছে তারা।

সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাযালয়ে কর্মবিরতি পালনকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি আজম উদ্দিন, জেলা  দাবী বাস্তবায়ন কমিটির আহবায়ক মাসুদ রব্বানী, স্বাস্থ্য সহকারি রওশনারা বেগম, আল রাহিসান।বক্তারা দ্রুত তাদের সমস্যা নিরসন ও মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের দাবি জানান। তাদের দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানান।
জেলার সকল উপজেলায় অনুরূপ কর্মসূচী পালিত হয়েছে।

উপরে