বগুড়ায় ২৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বগুড়ায় ২৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ১২। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় জেলার মাটিডালি বিমান মোড়ে র্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে ২৬ কেজি গাঁজা, ১টি পাথর ভর্তি ১০ চাকা বিশিষ্ট ৩/৪ ডাউন সাইজের ট্রাক, ২ টি মোবাইল, ৩টি সীমকার্ড উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ আজাদ হোসেন (৩৩), মোঃ স্বজল হোসেন (২৬) উভয়ের থানা ও জেলা-চুঁয়াডাঙ্গা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল মর্মে জানা যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে ।
বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রদর্শনের জন্য অনুরোধ জানানো গেল।

অনলাইন ডেস্ক