সাপাহারে বাল্য বিবাহের অবস্থা বিশ্লেষণ বিষয়ক প্রতিবেদন শেয়ারিং
কোভিড-১৯ পরিস্থিতিতে নওগাঁর সাপাহার উপজেলার তিলনা, গোয়ালা ও পাতাড়ী ইউনিয়নের বাল্য বিবাহের অবস্থা বিশ্লেষণ বিষয়ক প্রতিবেদন শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার তিনটি ইউনিয়নের ৮২টি গ্রামের ১১৪টি পরিবারে অনুষ্ঠিত বাল্য বিবাহের উপর জরিপ চালিয়ে ১১৪টি বাল্য বিয়ের সন্ধান পায়া যায়।
উপজেলা ইয়ুথ ফোরাম এবং উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরামের আয়োজনে ও বিডিও,বিএসডিও এবং একশন এইড এর সহযোগিতায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা হল রুমে, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরামের উপদেষ্টা নূরল হক মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী ও থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেকুর রহমান সরকার।
এসময় মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবীর, প্রাথমিক শিক্ষা অফিসার সহিদুল আলম,বিডিও সমন্বয়কারী আতউর রহমান,সিনিয়র প্রোগ্রাম অফিসার সামশুল হক, প্রোগ্রাম অফিসার সুদেশ চন্দ্র,সাংবাদিক তছলিম উদ্দীন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,ইউপি চেয়ারম্যান,কাজী,ইমাম ও বাল্য বিবাহের স্বীকার ভুক্তভোগী মা-মেয়ে উপস্থিত ছিলেন।
ইউ এন ও কল্যাণ চৌধুরী জানান অভিভাবকদের সম্পূর্ণরুপে সচেতন করা সম্ভব হলেই বাল্য বিয়ে বন্ধ করা সম্ভব, সেই সাথে সামাজিক সংগঠসগুলোকে সক্রিয় করতে ভূমিকা পালন করতে হবে।

সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: