মধুদার ভাস্কর্যে ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা
ছাত্র আন্দোলনের সূতিকাগার হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিনের সামনে স্থাপিত ‘মধুসূদন দে স্মৃতি ভাস্কর্যে’ ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার সন্ধ্যায় ভাস্কর্যটির একটি কান বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকতে দেখা যায়। পরে প্রক্টরিয়াল টিমের সদস্যরা তা সংস্কার করেন।
ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মধুদার ভাস্কর্যের একটি কান বিচ্ছিন্ন হয়ে পড়ে ছিল। প্রক্টরিয়াল টিম এটিকে মেরামত করে দিয়েছে। ভাস্কর্যের আঘাতটি উদ্দেশ্যপ্রণোদিত কিনা তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

অনলাইন ডেস্ক