হিলিতে পেঁয়াজের কেজি ৩০ টাকা
দিনাজপুরের হিলিতে পাতা পেঁয়াজের কেজি ৩০ টাকা। আবার পাতা ছাড়া দাম ৪০ টাকা। এদিকে ৬০ টাকা কেজি পুরাতন পেঁয়াজের। নতুন পেঁয়াজের আমদানি হওয়ায় কমেছে পেঁয়াজের দাম, এমনটিই বলছে পেঁয়াজ ব্যবসায়ীরা।
বুধবার দুপুরে হিলি সবজি বাজার ঘুরে জানা যায়, দুই সপ্তাহ আগে পুরাতন পেঁয়াজের দাম ছিলো ৮০ থেকে ৮৫ টাকা কেজি। বাজারে নতুন পেঁয়াজ উঠাতে প্রায় অর্ধেকে নেমে এসেছে পেঁয়াজের দাম। বাজারে সবজি ব্যবসায়ীরা পাতা পেঁয়াজ ২০ টাকা দরে পাইকারি কিনে তা খুচরা বিক্রি করছেন ৩০ টাকা কেজি দামে। আবার পাতা ছাড়া নতুন পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা পাইকারি নিয়ে তা খুচরা বিক্রি হচ্ছে ৪৫ টাকা দামে। এদিকে নতুন পেঁয়াজ আমদানি হওয়ায় পুরাতন পেঁয়াজ ৪৮ থেকে ৫০ টাকা দরে পাইকারি ক্রয় করে খুচরা বাজারে তা বিক্রি করছে ব্যবসায়ীরা ৬০ টাকা কেজি দরে।
বাজারে সবজি কিনতে আসা জনি শেখ বলেন, পেঁয়াজের দাম অনেক কমে গেছে। কিছুদিন আগে ৮০ থেকে ৯০ টাকা দামে পেঁয়াজ কিনেছিলাম। আজ পাতা পেঁয়াজ কিনলাম মাত্র ৩০ টাকা করে। আর পাতা ছাড়া পেঁয়াজ নিলাম ৪৫ টাকা দরে।
সবজি ব্যবসায়ী সোহেল মিয়া বলেন, বাজারে নতুন পেঁয়াজ উঠায় হঠাৎ দাম কমে গেছে পেঁয়াজের। ২০ টাকা দরে পাতা পেঁয়াজ ক্রয় করে তা ৩০ টাকা দামে বিক্রি করছি। পাতা ছাড়া পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা দামে কিনে খুচরা বিক্রি করছি ৪৫ টাকায়। আবার পুরাতন শুকনা পেঁয়াজ ৪৮ থেকে ৫০ টাকা দরে পাইকারি ক্রয় করে বিক্রি করছি ৬০ টাকা কেজি দরে।
তিনি আরও বলেন, ৮০ থেকে ১০০ টাকার পেঁয়াজ এখন ৩০ থেকে ৪৫ টাকা দামে পেঁয়াজ কিনতে পেরে সাধারণ ক্রেতাদের মধ্যে সস্তি ফিরে এসেছে।
হিলি বাজারের পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী রাশেদুল ইসলাম বলেন, হঠাৎ করে পেঁয়াজের দাম কমে যাওয়াতে আমাদের লকশান গুণতে হচ্ছে। আজ বাজার দর হিসেবে ৪৮ থেকে ৫০ টাকা পাইকারি দিচ্ছি। এই পেঁয়াজ আমাদের কিনা আছে ৫৬ থেকে ৫৭ টাকা কেজি দরে। বর্তমান প্রতি কেজি পেঁয়াজে আমাদের লকশান গুণতে হচ্ছে ৮ থেকে ৯ টাকা কেজিতে।
পেঁয়াজ চাষি ফজলু রহমান বলেন, আজ বাজারে এক মণ পাতা পেঁয়াজ নিয়ে আসছিলাম। প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি করলাম। এইবার আমি এক বিঘা জমিতে পেঁয়াজের চাষ করেছি। প্রতি বছর মাত্র তিন থেকে চার শতক জমিতে পেঁয়াজের আবাদ করতাম। এবছর পেঁয়াজের দাম ভাল থাকায় পেঁয়াজ চাষের জমির পরিমাণটাও বাড়িয়েছি।

হিলি (দিনাজপুর)