বগুড়ায় ডিভাইসসহ অনলাইনে জুয়া পরিচালনাকারী গ্রেফতার
বগুড়ায় ডিবির অভিযানে ডিভাইসসহ অনলাইনে জুয়া পরিচালনাকারী হাসিবুজ্জামান ওরফে জ্যোতি(২৯)কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার bet365 একাউন্টে ৫,২০৮.০৩ ইউএস ডলার দৃশ্যমান অবস্থায় পাওয়া যায়। উক্ত ডলার অনলাইনের মাধ্যমে ক্রয়-বিক্রয় করা যায়।
জেলা পুলিশ সুপারমোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ডিবি, বগুড়ার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি চৌকস টিম বুধবার রাত সোয়া ১০টায় নবাববাড়ি রোডে বিএনপি পার্টি অফিসের দক্ষিণ পার্শ্বের জ্যোতি স্টীল এন্ড ফার্নিচারের সামনে হতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বিভিন্ন সময়ে জারিকৃত অবৈধ ই-ট্রানজকেশনের মাধ্যমে বিভিন্ন অনলাইনে জুয়া পরিচালনাকারী মোঃ হাসিবুজ্জামান ওরফে জ্যোতি(২৯)কে তার ব্যবহৃত ২টি মোবাইল ফোনসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবত উদ্ধারকৃত ডিভাইসের মাধ্যমে অবৈধভাবে নিষিদ্ধ ওয়েবসাইট ব্যবহার করে নিজে অনলাইনে জুয়া খেলে এবং বিভিন্ন জনকে জুয়া খেলায় প্রলুব্ধ করাসহ অনলাইনে উক্ত ডিভাইসের মাধ্যমে জুয়া খেলার ব্যবস্থা করে সেখান থেকে অধিক লভ্যাংশ নিয়ে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক বিভিন্ন সময়ে জারিকৃত অবৈধ ই-ট্রানজেকশন ঘটায়। আসামীর ব্যবহৃত ডিভাইস ২টিতে bet365(https//www.365-288.com) ওয়েবসাইটটি লগ ইন অবস্থায় পাওয়া যায় এবং একটি ডিভাইসে bet365(https//www.365-288.com) ওয়েবসাইটের user name: sarthar- এ লগ ইন অবস্থায় একাউন্টে ৫,২০৮.০৩ ইউএস ডলার, বাংলাদেশি টাকায় যার পরিমান প্রায় ৪লক্ষ ৬৮হাজার ৭’শ ২২ টাকা দৃশ্যমান আছে। উক্ত ডলার অনলাইনের মাধ্যমে ক্রয়- বিক্রয় করা যায়।

প্রেস বিজ্ঞপ্তি