পঞ্চগড় চিনিকল শ্রমিকদের মহাসড়ক অবরোধ
পঞ্চগড় চিনিকলসহ ছয়টি চিনিকলে চলতি মৌসুমে আখ মাড়াই কার্যক্রম বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে পঞ্চগড় চিনিকলের শ্রমিক-কর্মচারিরা।আজ বৃহস্পতিবার সকাল ১০টা হতে দেড় ঘন্টা পঞ্চগড় চিনিকলের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। এসময় মহাসড়কের দুই দিকে কয়েকশ’ যানবাহন আটকা পড়ে। এক পর্যায়ে রাস্তায় শুয়ে পড়েন তারা। এসময় শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক সফিউদ্দিন, শ্রমিক নেতা নবী খান বক্তব্য প্রদান করে। নেতারা বক্তব্যে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, উত্তরাঞ্চলের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান চিনিকল। এই চিনিকলের সাথে হাজার হাজার শ্রমিক-কর্মচারী ও কৃষক জড়িত। সরকারের বিভিন্ন খাতে লোকসান হয় কিন্তু সেই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়নি। বঙ্গবন্ধুর হাতে গড়া এই চিনিকলটি বন্ধ হয়ে যাবে আর হাজার হাজার শ্রমিক না খেয়ে থাকবে এটা আমরা মেনে নিতে রাজি নই। পঞ্চগড়ের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে যদি এই মিলটি বন্ধ হয়ে যায়। মিলের উৎপাদিত চিনির দাম বাড়িয়ে দেওয়া হয় এবং মিলটি আধুনিকায়ন করা হয় তাহলে লাভবান হবে। এ সময় স্লোগান দিয়ে বাংলাদেশ চিনি শিল্প খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যানের পদত্যাগের দাবি তুলেন বিক্ষোভকারীরা।
খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশের ওসি আবু আক্কাস আহমেদ এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন। পরে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় বিক্ষোভকারীদের শান্ত করেন। বিক্ষোভকারীদের দাবি আগামি ২৪ ঘন্টার মধ্যে পঞ্চগড় চিনিকলের আখ মাড়াইয়ের সিদ্ধান্ত নিতে সরকারকে আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয়। তবে যদি তাদের দাবি মানা না হয় তাহলে আজ শুক্রবার সকাল থেকে আবারও বিক্ষোভসহ কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে পঞ্চগড় চিনিকলের শ্রমিক-কর্মচারীরা।

পঞ্চগড় প্রতিনিধি