শাজাহানপুরে কমিউনিটি ক্লিনিক পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ
বগুড়া শাজাহানপুরে স্থানীয় সরকার প্রতিনিধিদের অংশ গ্রহনে কমিউনিটি ক্লিনিক পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহবার হোসেন ছান্নু। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজস্ব চিন্তা থেকে কমিউনিটি ক্লিনিক তৈরি করেছেন।
দেশের সার্বিক উন্নয়নসহ গ্রামের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলশভাবে কাজ করে যাচ্ছে। জনগণের দোড় গোড়ায় স্বাস্থ্য সেবা পোঁছে দিতে স্থানীয় সরকার প্রতিনিধিদের দায়িত্ব পালনে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোতারব হোসেন সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, মাঝিড়া ইউপি চেয়ারম্যান আব্দুল ছালাম, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহকারী সার্জন ডা. রাশেদ নিজাম রবি,উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নুরুন্নবী তারেক,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বাদশা আলমগীর, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন, মনির হোসেন,শাহাদাত হোসেন প্রমুখ।
জনগণের দোড় গোড়ায় স্বাস্থ্য সেবা পোঁছে দিতে স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) আয়োজনে জাইকা'র সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে উপজেলা সকল ইউনিয়নের ১৪০ জন জন প্রতিনিধিদের নিয়ে কমিউনিটি ক্লিনিক পরিচালনা বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত হয়।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি