বগুড়ার শেরপুরে প্রাথমিক শিক্ষকদের উদ্যোগে শোভাযাত্রা ও মাস্ক বিতরণ
বগুড়ার শেরপুরে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় গণসচেতনতা তৈরীর লক্ষ্যে শোভাযাত্রা ও সাধারণ মানুষের বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১০টায় উপজেলা পরিষদ প্রাঙণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ। সংগঠনের সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান, সমিতির নেতা জয়নাল আবেদীন, আফছার আলী, এনামুল হক, দোলন কুমার মোহন্ত, মাহমুদা খাতুন রাখি, শামিমা মোস্তারি প্রমুখ বক্তব্য রাখেন।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি