বগুড়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ।
আজ রবিবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি টি জামান নিকেতা, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায় সহ আরো অনেকে। পরে মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ জেলা ছাত্রলীগের সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় দলীয় নেতৃবৃন্দরা সমাবেশে বক্তব্য রাখেন।

অনলাইন ডেস্ক