বগুড়ায় বিবিসিএফ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বগুড়ায় বিবিসিএফ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলার সেউজগাড়ী জামতলায় বিবিসিএফ এর প্রধান কার্যালয়ে ১২০ সংগঠনের সেচ্ছাসেবী কর্মীদের উপস্থিতিতে বগুড়া সামাজিক বনাঞ্চলের বন সংরক্ষক মো: সানাউল্ল্যা পাটোয়ারী সকার ১১টায় কেক কর্তনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়।
এছাড়া অদ্য সন্ধ্যায় ৬ টায় বিবিসিএফ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনলাইনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাননীয় বন উপ মন্ত্রী হাবিবুন নাহার এমপি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়, অতিরিক্ত সচিব জনাব মো: শামীম আল রাজী পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়, প্রধান বন সংরক্ষক জনাব মো: আমীর হোসেন চৌধুরী বন অধিদপ্তর, বন সংরক্ষক জনাব মিহির কুমার দো, বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম, বন সংরক্ষক জনাব মো: জাহেদুল কবির, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক জনাব জহির আকন্দ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ড. এস এম ইকবাল, তিনি দেশের দেশের জীববৈচিত্র্য সংরক্ষণে যে পাঁচটি দাবী তুলেন ধরেন তার মধ্যে ১. দেশের বন্যাপ্রাণী রক্ষায় অবৈধভাবে ইয়ার গানের ব্যবহার বন্ধ করতে হবে। ২. বিপুল জীববৈচিত্র্য আধার বিলের খাস জমিতে সকল বৈশিষ্ঠপূর্ণ জীববৈচিত্র্য পুনরুদ্ধার । ৩. বগুড়া তে একটি বন্যপ্রাণী চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা ৪. যেহেতু বিবিসিএফ দেশ তথা সরকারে সকল জীববৈচিত্র্য সংরক্ষণে জড়িত সেজন্য বিবিসিএফ এর সকল কর্মকান্ডে সরকারিভাবে স্বিকৃতি দেয়া। ৫. দেশের জীববৈচিত্র্য সংরক্ষণকারী সেচ্ছাসেবী সংগঠনগুলো স্বেচ্ছাসেবীদের কাজের নিরাপত্তার জন্য সরকারিভাবে পরিচয় পত্র দেয়া। মাননীয় উপ মন্ত্রী এবং প্রধান বন সংরক্ষক আমাদের এসব দাবী বিবেচনায় নিয়ে আসু সমাধানের কথা উল্লেখ করেন।

প্রেস বিজ্ঞপ্তি