বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা টু জয়পুরহাট সড়কের কিচক বাজারের অদূরে গাংনাই ব্রীজের পার্শ্বে সড়ক দুর্ঘটনায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে।
সোমবার ভোর ৬ টায় ঘন কুয়াশার মধ্যে ভটভটি (ডিজেল চালিত মেশিন দ্বারা নির্মিত যানবাহন) যোগে মাছ বিক্রি করতে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ভটভটি খাদে উল্টে যায়। ভটভটির নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী আজিজার রহমান (৪০) নিহত হন। সে জয়পুরহাট জেলার কালাই উপজেলার জিন্দাপুর ইউনিয়নের মাদারপুর গ্রামের বাসিন্দা।
এব্যাপারে শিবগঞ্জ থানা ওসি এসএম বদিউজ্জামান বলেন, নিহতের মরদেহ নিকট স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি