নুনগোলা ডিগ্রী কলেজে ‘আলহাজ্ব বুলু মিয়া সরকার একাডেমীক ভবন’ উদ্বোধন
বগুড়া সদরের নুনগোলা ডিগ্রী কলেজ এর একাডেমিক ভবনের উদ্বোধন হয়েছে। সোমবার দুপুরে নুনগোলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব বুলু মিয়া সরকার স্মরণে ‘আলহাজ্ব বুলু মিয়া সরকার একাডেমীক ভবন’ এর ফলক উন্মোচন করা হয়।
কলেজের অধ্যক্ষ সুলতান মাহমুদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির দাতা সদস্য ও নিশিন্দারা ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার, মাষ্টার আজাহার আলী তালুকদার, জাহেদুর রহমান, সিরাজুল ইসলাম, নিশিন্দারা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি শাহিনুর ইসলাম টম্পি, সাধারণ সম্পাদক ও মহাস্থান প্রেসকাবের সদস্য শাফায়াত সজল, উপাধ্যক্ষ নুরুল আলম, ইউপি সদস্য মোজাফফর হোসেন, ফিরোজ আল মামুন স্বপন, প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, নাসীর উদ্দিন, মিলন মিয়া সরকার, মাহবুবুর রহমান, আব্দুল ওয়াহাব, লাবনী আক্তার, আবু তাহের মেজবাহ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও আজিজুর রহমান বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার মান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান।

অনলাইন ডেস্ক