নীলফামারীর কিশোরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আজ বুধবার উপজেলা পরিষদ হলরুমে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগমের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, জেলা আওয়ামী লীগ নেতা এছরারুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবুল প্রমুখ। এছাড়া সরকারি কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষেও প্রস্তুতিমূলক সভা হয়।

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি