পঞ্চগড়ে কৃষকলীগের বিক্ষোভ সমাবেশ
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা কৃষকলীগ। বুধবার বিকেলে কেন্দ্রীয় কৃষকলীগের সহ সভাপতি আব্দুল লতিফ তারিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল পঞ্চগড় জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। সন্ধ্যায় সেখানে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষকলীগের সহ সভাপতি আব্দুল লতিফ তারিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট প্রমূখ। জেলা কৃষকলীগের সভাপতি তাজিরুল ইসলাম তাজু সমাবেশে সভাপতিত্ব করেন। বক্তারা অবিলম্বে কুষ্টিয়ার বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার রহস্য উদঘাটন এবং এর সাথে জড়িতদের কঠিন শাস্তির দাবি জানান।

পঞ্চগড় প্রতিনিধি