শেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ইয়াকুব আলী (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত ইয়াকুব আলী চান্দাইকোনা সদর হাসরা গ্রামের আবু সাঈদের ছেলে।বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে চান্দাইকোনা বগুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মকর্তা রতন হোসেন জানান, ট্রাক চালক ও মোটরসাইকেল আরোহী দুইজন চাচা-ভাতিজা। ভবানীপুর বাজার এলাকায় যাওয়ার সময় তারা দুজনে মোটরসাইকেল ও ট্রাক চালিয়ে গল্প করতে করতে রাস্তায় চলাচল করার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চলে যায়। এতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক ইয়াকুব আলী ঘটনাস্থলেই নিহত হয়।শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এ ঘটনায় শেরপুর থানায় একটি ইউডি করা হয়েছে।

ষ্টাফ রিপোর্টার