বঙ্গবন্ধুুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিইউজ ও প্রেসক্লাবের মানববন্ধন
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বগুড়া সাংবাদক ইউনিয়ন এবং প্রেসক্লাব এর পক্ষ থেকে মানববন্ধন করেছে শহরের বীরশ্রেষ্ঠ স্কয়ারে ।
আজ রবিবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তারা মানবন্ধনের পাশাপাশি প্রতিবাদ সমাবেশ করেন। এসময় বগুড়ার সাংবাদিক নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ নিয়ে এঘটনার তীব্র প্রতিবাদ জানান।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিইউজের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাধারন সম্পাদক জেএম রউফ, প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারন সম্পাদক আরিফ রেহমান সহ আরো অনেকে। বক্তারা এসময় হুশিয়ারী উচ্চারণ করে বলেন বঙ্গন্ধুর অবমাননা এদেশের সাংবাদিক সমাজ মেনে নেবে না। তারা এই অপশক্তিকে অবিলম্বে প্রতিহত করার জন্য সবাইকে সজাগ থাকার আহবান জানান।

ষ্টাফ রিপোর্টার