আজ ১৩ ডিসেম্বর বগুড়া মুক্ত দিবস
আজ ১৩ ডিসেম্বর বগুড়া মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে মিত্রবাহিনীর সহায়তায় বীর মুক্তিযোদ্ধারা পাকিস্থানী হানাদার বাহিনীর কাছ থেকে বগুড়া শহর মুক্ত করে। ক্রমাগত ৩ দিন যুদ্ধের পর শহরের বৃন্দাবনপাড়া এলাকায় পাক হানাদার বাহিনী মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
১০ ডিসেম্বর সকালে মিত্রবাহিনীর ৬৪ মাউনটেন্ট রেজিমেন্টের ব্রিগেডিয়ার প্রেম সিংহ ৯ জন বাঙালি মুক্তিযোদ্ধা ও এক ব্রিগেড সৈন্য নিয়ে শহর থেকে ৩ মাইল উত্তরে চাঁদপুর, নওদাপাড়া, এবং ঠেঙ্গামারা গ্রামের মধ্যবর্তী লাঠিগ্রামের কাছে বগুড়া-রংপুর মহাসড়কে অবস্থান নেয়। সেখানে ৩ দিন ভয়াবহ সম্মুখ যুদ্ধের পর মিত্রবাহিনীর আর্টিলারি ডিভিশন ট্যাংক নিয়ে শহরে ঢোকে। এখবর পেয়ে শহরবাসী ও মুক্তিযোদ্ধারা আনন্দে ফেটে পড়েন। ১৩ ডিসেম্বর বেলা ৩টার দিকে পাক হানাদার বাহিনীর বিগ্রেডিয়ার এলাহী বক্স সৈন্য ও অস্ত্রসহ মিত্র বাহিনীর ব্রিগেডিয়ার প্রেম সিংহের কাছে আত্মসমর্পণ করেন। বগুড়ায় উত্তোলিত হয় স্বাধীন বাংলার রক্তলাল পতাকা। একই দিন বগুড়ার কাহালু উপজেলা হানাদারমুক্ত হয়। তবে অন্যান্য উপজেলাগুলো একদিন আগেই শত্রু মুক্ত হয়।
এদিকে বগুড়া মুক্ত হওয়ার একমাস আগে একজন নারী সহ ১৪ জন মুক্তিযোদ্ধা শহরের সুত্রাপুরে অবস্থান নেয় গেরিলা হামলার জন্য। কিন্তু পাক বাহিনী এবং তাদের দোসররা এ খবর জানতে পেরে রাতেই সেখানে হানা দিয়ে তাদেরকে হাত-পা বেঁধে বগুড়া শহর থেকে ১০ কিলোমিটার দক্ষিণে বাবুর পুকুর এলাকায় এনে ১১ নভেম্বর ভোরে ব্রাশ ফায়ার করে হত্যা করে। পরে ১৪ জন মুক্তিযোদ্ধাকে বাবুর পুকুরের পাশে কবর দেন এলাকার মানুষ। আজো মানুষ সেখানে যায় তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য।

ষ্টাফ রিপোর্টার