বগুড়ায় চোখে মুখে গুড়া মরিচ ছিটিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই
শনিবার দুপুরে বগুড়া জেলা শহরের চেলোপাড়া আশ্রমের সামনে থেকে একদল ছিনতাইকারি সারিয়াকান্দি থেকে বগুড়ায় আসা মোঃ রাফির (৩৫) চোখে গুড়ামরিচ ছিটিয়ে দিয়ে সড়ে আট লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
বগুড়ার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার সময় উত্তর চেলোপাড়া আশ্রমের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে। ছিনতাইকারিরা সাড়ে ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। এঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ওই এলাকা থেকে মো: বাবলা (২৫) নামে এক যুবককে আটক করেছে। ঘটনাস্থল পরিদর্শন এবং তদন্ত শুরু হয়েছে।
বগুড়া সদর থানা পুলিশ সুত্রে জানা যায়, বগুড়ার সারিয়াকান্দি উপজেলা সদরের মেশিনারীজ ব্যবসায়ী রাফি প্রায় সাড়ে ৮ লাখ টাকা নিয়ে সিএনজিযোগে বগুড়া শহরের চেলোপাড়ায় আসেন। সেখানে সিএনজি থেকে নামার পরপরই দুই যুবক রফির চোখেমুখে গুড়া মরিচ ছিটিয়ে দিয়ে হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। রাফি এসময় চোখে গুড়া মরিচ লেগে অসুস্থ হয়ে পড়ে। থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে।

ষ্টাফ রিপোর্টার